মতিউর রহমান নিজামী

মতিউর রহমান নিজামী

মাওলানা মতিউর রহমান নিজামীর জন্ম ১৯৪৩ সালের ৩১ মার্চ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মনমতপুর গ্রামে। তাঁর পিতা মরহুম লুৎফর রহমান খান একজন খোদাভীরু লোক ছিলেন।

স্থানীয় বোয়ালমারি মাদ্রাসায় ১৯৫৯ সালে আলিম পরীক্ষায় ১ম বিভাগে সমগ্র বোর্ডে ষোলতম এবং ১৯৬৩ সালে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় ফেকাহ শাস্ত্রে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান ও ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন।

জনাব নিজামী পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালে দু’বার সংসদ সংসদ নির্বাচিত হন। ২০০১ সালে জোট সরকার গঠন করলে প্রথমে দুই বছর কৃষি মন্ত্রীর দায়িত্বে থেকে সরকারের পরের তিন বছর ছিলেন শিল্পমন্ত্রীর দায়িত্বে। এছাড়াও তিনি সংসদীয় দলনেতা ছাড়াও ৪টি পার্লামেন্টারি কমিটির সদস্য ছিলেন

Books By মতিউর রহমান নিজামী