আলী আহমাদ মাবরুর

আলী আহমাদ মাবরুর

আলী আহমাদ মাবরুর পেশাগত জীবনের শুরুতে ছিলেন সাংবাদিক,বর্তমানে পুরোদস্তুর লেখক ও অনুবাদক। প্রাঞ্জল সাবলীল লেখার হাত তাকে এনে দিয়েছে দারুণ পাঠকপ্রিয়তা।লস্ট ইসলামিক হিস্ট্রি, ইসলামিক ম্যানারস,মুসলিম চরিত্র, ডেসটিনি ডিজরাপ্টেড, আল্লাহর ভালোবাসায় সিক্ত যারা, পাবলিক ম্যাটারস,প্রিয় নবি প্রিয় প্রতিচ্ছবি, সবর, রবের ভালোবাসা ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য অনুবাদব ই।

হামাস : ফিলিস্তিন মুক্তি আন্দোলনেরভে তর-বাহির তাঁর প্রকাশিত মৌলিক গ্রন্থ।

আলী আহমাদ মাবরুর পড়াশোনা করেছেন ইংরেজি ভাষা ও সাহিত্যে। ছাত্রজীবনে অর্জন করেছেন গোল্ড মেডেলিস্ট হওয়ার কৃতিত্ব।সাংবাদিকতার হাতেখড়ি একটি জাতীয় দৈনিকে। দিগন্ত টেলিভিশনের ইংরেজি সংবাদ বিভাগে কাজ করেছেন দীর্ঘদিন। এখন লেখালিখি আর অনুবাদেই পুরো ব্যস্ততা।

Books By আলী আহমাদ মাবরুর